ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

অভিযাত্রা ডেস্ক: দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পর্যায়ক্রমে দেশে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ১ লাখ ২০ হাজার স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ৪০ হাজার।

রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া সিটি করপোরেশন ও পৌরসভায় ওয়ার্ড পর্যায়ে এবং উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের তথ্য জানিয়ে তিনি বলেন, কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে লজিস্টিকস পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ে পাঠানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

ও/এসএ/