ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর স্ত্রী সিগমা হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন সাবেক এই মন্ত্রী। তিন দিন আগেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মৃত্যুর আগে তিনি স্ত্রী, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাজমুল হুদা ১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি দল থেকে পদত্যাগ করেন। তিনি চার দলীয় জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন।

নাজমুল হুদা জিয়াউর রহমান গঠিত জাগো দলে যোগদান করেন। ১৯৭৮ সালে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও দলের সর্বকনিষ্ঠ স্থায়ী সদস্য ছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *