বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা

করোনা মহামারী কাটিয়ে তিনবছর পর ফেব্রুয়ারির প্রথম দিন অমর একুশে বইমেলার পর্দা উঠল। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকালে বাঙালির প্রাণের এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে মাসব্যাপী এবার ৩৯তম আসর বসেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। মহামারী পর এবারই ফেব্রুয়ারির প্রথম দিন বইমেলা শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা মাদকে না জড়ায়। সব বই বাংলা ভাষায় অনুবাদের ব্যবস্থা করতে হবে।

এ সময় বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।

প্রতিবছর প্রকাশকদের সঙ্গে পাঠকদেরও আগ্রহের কেন্দ্রে থাকে মাসব্যাপী একুশের বইমেলায়। আর মেলাকে ঘিরে নতুন নতুন বই প্রকাশের হিড়িক পড়ে যায়। এবারের মেলায় ৬০১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় মেলা বসেছে। এরমধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি স্টল দেওয়া হয়েছে।

ছুটির দিন ছাড়া বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না কেউ। আর ছুটির দিনে সকাল ১১টা থেকে মেলা শুরু হবে।

এছাড়া প্রতিবারের মতো শুক্র ও শনিবার মেলায় সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকছে। প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন থাকবে।

তবে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় মেলার দুয়ার খুলবে, উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *