নির্বাচনকালীন সরকারের দাবি নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসুন। এটা আর জীবনেও হবে না।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জনগণ যাদের মেনে নেবে তারাই ক্ষমতা যাবে এমনটা জানিয়ে শেখ হাসিনা বলেন, অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছেন সে দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবেন দয়া করে। এটা আর জীবনে হবে না। আর ক্ষমতায় যাবার ইচ্ছে যাদের, আসেন নির্বাচন করেন। এখানে আওয়ামী লীগ কোনো দিন হস্তক্ষেপ করবে না, করেও না।
তিনি বলেন, অনির্বাচিত সরকার তো আমরা দেখেছি, একবার না বারবার; আমরাই আন্দোলন করে কেয়ারটেকার এনেছিলাম। তার ফলাফলটা কি দাঁড়িয়েছিল সেটাও আমরা দেখেছি।
সরকার প্রধান বলেন, কিছু কিছু লোক বলে যাচ্ছেন যে, দুই তিন বছর অনির্বাচিত সরকার থাকলে, ক্ষতিটা কি? এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এটা কোন ধরনের কথা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসবে, যার জন্য আমাদের এতো সংগ্রাম, এত আত্মত্যাগ, এতো জেল-জুলুম অত্যাচার পর্যন্ত সহ্য করেছি। সেই গণতন্ত্র যখন ফিরিয়ে এনেছি, অব্যাহতভাবে গণতন্ত্র আছে বলেই আজকে দেশের উন্নতিটা মানুষের কাছে দৃশ্যমান।
শেখ হাসিনা আরও বলেন, যারা বলে অনির্বাচিত সরকার থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাদের কাছে আমার প্রশ্ন মহাভারত হয়তো তাদের কাছে অশুদ্ধ হবে না, কিন্তু আমাদের সংবিধান? যে সংবিধান জনগণের অধিকার সুরক্ষিত করেছেন সেই সংবিধানকে বাদ দিয়ে অনির্বাচিত সরকার যারা আনতে চান তারা কি স্বাধীনতায় বিশ্বাস করেন? তারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন? তারা কি জনগণের অধিকারে বিশ্বাস করেন?
সম্প্রতি উপ-নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ছয়টি উপ-নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। তারা নিরপেক্ষ নির্বাচন করার সক্ষম।