পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন মাধ্যম উইকিপিডিয়া ব্লক করে দিয়েছে পাকিস্তান। ওয়েবসাইটটি থেকে ধর্মীয় ‘পবিত্রতা ক্ষুণ্নকারী’ আপত্তিকর কনটেন্ট না সরানোয় নিষিদ্ধ করেছে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) পিটিএর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- আল জাজিরা ও ডন।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম উইকিপিডিয়া হচ্ছে একটি দাতব্য অনলাইন এনসাইক্লোপিডিয়া। বিশ্বের লাখ লাখ মানুষ প্রতিদিন তথ্যের জন্য সাইটটি ভিসিট করে থাকেন। পাকিস্তানেও উইকিপিডিয়ার ইংলিশ ওয়েবসাইটে প্রতি মাসে পেইজ-ভিউ হয় পাঁচ কোটিবার।

তবে ধর্মীয় অবমাননাকর কনটেন্টের অভিযোগ তুলে সাইটটি নিষিদ্ধ করল পাকিস্তান। সাইটটিতে ঢোকার চেষ্টা করলে এখন লেখা উঠছে ‘এই সাইটটিতে প্রবেশ সম্ভব নয়।’

প্রযোজ্য আইন ও আদালতের নির্দেশনা অনুসারে উইকিপিডিয়াকে নোটিশ দিয়ে ধর্মদ্রোহী কনটেন্ট অপসারণ বা ব্লক করার জন্য বলা বলেছিল পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-পিটিএ। এ জন্য উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু প্ল্যাটফর্মটি ওই কনটেন্ট সরায়নি।

পিটিএর মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেন, আদেশ না মানায় উইকিপিডিয়ার ওপর প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানি জনগণের অনলাইন ব্যবহার নিরাপদ রাখতেই দেশের আইন অনুসারে এই সিদ্ধান্ত।

উইকিপিডিয়া নিজেদের ওয়েবসাইট থেকে ‘ধর্মদ্রোহী ও বিতর্কিত উপাদান’ সরিয়ে নিলেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানান ওবায়েদ।

পাকিস্তানে ওয়েবসাইট বন্ধের বিষয়ে উইকিপিডিয়া পরিচালনাকারী ফাউন্ডেশন উইকিমিডিয়া জানান, ওয়েবসাইটে কী ধরনের কনটেন্ট থাকবে সেটি তাদের কোনো সিদ্ধান্ত নয়। ‘সম্পাদকীয় কমিউনিটি’র আওতায় পাকিস্তানের নাগরিক নিজেরাই উইকিপিডিয়াতে দেশটির ইতিহাসসহ নানাবিষয়ক কনটেন্ট যোগ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *