পবিত্র শবেবরাত ৭ মার্চ

পবিত্র মাহে রমজান চাঁদ দেখা সাপেক্ষে ২৩ অথবা ২৪ মার্চ থেকে শুরু হবে

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালনের ঘোষণা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যার পর বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম ঘোষণাপত্র পাঠ করেন।

তিনি বলেন, পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে পবিত্র শবেবরাত হবে আগামী ৭ মার্চ দিবাগত রাতে। এর পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার ৮ মার্চ (বুধবার) এ ছুটির দিন পড়েছে।

আর পবিত্র মাহে রমজান চাঁদ দেখা সাপেক্ষে ২৩ অথবা ২৪ মার্চ থেকে শুরু হবে। তবে শবেবরাতের দিন থেকে ঠিক ১৪ অথবা ১৫ দিন পর পবিত্র রমজান মাস শুরু হয়।

আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি., ৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ বুধবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান, ২২ ফাল্গুন, ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *