দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে মারাত্মক আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। দেশটির কেপটাউনে এ দুর্ঘটনায় ঘটে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে ১ হাজার কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী গাড়িটি।
এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিক নিহত কিংবা আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম আরও জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দুর্ঘটনার বিষয়ে জানিয়েছেন। তিনি সেখানে আহতদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।