তৈরি পোশাকের নতুন বাজার খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

গার্মেন্টসের সঙ্গে জড়িতদের নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিদেশিরা বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে থাকেন। নতুন বাজার খুঁজে বের করে সেখানে পণ্য রপ্তানি করতে হবে।

জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পোশাক শিল্প মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নারীদের কাজের ফলে আজ তারা গ্রামীণ অর্থনীতিতেও বিশেষ অবদান রাখছে। সেই সঙ্গে প্রতিটি পরিবার আর্থিক সচ্ছলতা ফিরে পাচ্ছে।

সরকার প্রধান বলেন, গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে। নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে নানা ধরনের পোশাক ব্যবহার করা হয়। সেইসব বাজার খুঁজে বের করে পণ্য রপ্তানি করতে হবে। আমাদের বস্ত্র উৎপাদন ও বিদেশে রপ্তানির ঐতিহ্য রয়েছে। ইতোমধ্যে আমরা কিছু বাজারও পেয়েছি।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *