তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩০০০ কাছাকাছি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। খবর আল জাজিরা ও বিবিসি।
তুর্কি কর্তৃপক্ষ বলছেন, এখন পর্যন্ত ১৬৫১ জনে মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় ৯৬৮ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশের কয়েক হাজার ভবন বিধ্বস্ত হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয় এবং পরে বেশ কয়েকটি কম্পনের (আফটারশক) মধ্যে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। এতে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা ও তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার।
এক টুইট বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, যত দ্রুত সম্ভব এই বিপর্যয় কাটিয়ে উঠবো আমরা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।