অভিযাত্রা ডেস্ক: রাজধানীর কয়েকটি এলাকা থেকে ২০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র্যাব)। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকদের বিরুদ্ধে ছিনতাই, কিশোর গ্যাংয়ের হয়ে নানা অপরাধের অভিযোগ রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে তাঁরা ওই কয়েকটি এলাকায় অভিযানে যান।
এ সময় ছিনতাই ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২০ জনকে আটক করা হয়। ওই তরুণদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তারে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মহড়ার মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়ানোর তথ্য রয়েছে।
এদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর মধ্যে মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ও/এসএ/