রাজধানীর গুলশানে বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে একজন মৃত্যু হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সাংবাদিকদের জানান তিনি। তবে আগুনে গুরুতর আহত তিনজনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এছাড়া ভবনে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও রয়েছে।
ফায়ার সার্ভিস বলছেন, গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও একজন শিশু রয়েছে। তবে আগুনে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
রোববার রাত ১০টার দিকে নিহত ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি উইনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলেও পরে আগুনের ভয়াবহতা বাড়লে আরও ১৩টি ইউনিট যোগ দেয়। তবে উদ্ধার কাজ শুরুর আগেই অনেককে ভবন থেকে বাইরে লাফিয়ে পড়তে দেখা গেছে।
এদিকে খবর পেয়ে রাত ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক। এ সময় তিনি হ্যান্ড মাইকে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান। সেই সঙ্গে ভবন থেকে বাসিন্দাদের লাফ না দেওয়ার আহ্বান জানান।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, আগুনের কারণে ভবনে ও এর আশপাশে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পোহাতে হয়েছে তাদের।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে ভবনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়ায় আরও সাতটি এবং পরে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।