
অভিযাত্রা ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিন বয়সী নবজাতক চুরি গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের ফটক থেকে চুরি যায় শিশুটি। তার মায়ের নাম রানিমা বেগম।
সূত্র জানায়, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শিশুটিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে যায় পরিবারের সদস্যরা। এ সময় শিশুটি খালার সোনিয়া বেগমের কোলে ছিল। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দর কষাকষির সময় শিশুটির মামা মোস্তফার সঙ্গে এক চালকের হাতাহাতি হয়। এ সময় শিশুটিকে মাস্ক পরা এক নারীর কাছে রেখে ঝগড়া থামাতে যান সোনিয়া।
সুযোগবুঝে ওই নারী শিশুটিকে নিয়ে চম্পট দেয় বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান। তিনি বলেন, বিষয়টি পুলিশে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
শিশুটির মামা মোস্তফা বলেন, বাগেরহাটের ফকিরহাট থেকে বোন রানিমাকে নিয়ে খুলনা মেডিকেলে এসেছিলেন তাঁরা। মঙ্গলবার দুপুরে নবজাতক জন্মের পর বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাস বলেন, ওই শিশু উদ্ধারের পুলিশ চেষ্টা করছে। হাসপাতালের সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। চোরদের চিহ্নিত করতে পারলেই ধরা হবে।
ও/এসএ/