কাজাখস্তানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের স্বর্ণ জিতেছেন বাংলাদেশি বংশদ্ভূত লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টে পদকের লড়াইয়ে প্রথম হয়ে ইতিহাস গড়ে দ্রুততম মানব এখন তিনি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে স্বর্ণ পদক জিতে সবাইকে চমকেই দিয়েছেন ইমরানুর।
ইমরানুর দৌড় শেষ হওয়া মাত্রই গ্যালারি থেকে দৌড়ে এসে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব তাকে লাল-সবুজ পতাকা জড়িয়ে দেন। হয়তো এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। দেশের জন্য খেলবেন আর লাল-সবুজ পতাকা জড়াবেন না তা কিরে হয়।
এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো স্বর্ণ পদক জিতলেন ইমরানুর। এশিয়ান এই স্তরের প্রতিযোগিতায় এর আগে কখনও বাংলাদেশ থেকে কেউ পদক অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়া অঞ্চল পর্যন্তই এতদিন যা সীমাবদ্ধ ছিল।
শনিবার কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। কাছাকাছি দৌড়ে অল্পের জন্য প্রথম হতে পারেননি তিনি। তার সমান সময় নিয়ে ফটো ফিনিশিংয়ে প্রথম হয়েছেন কাতারের ফেমি সেউন ওগুনোডে।