এবার কানাডার আকাশ থেকে রহস্যজনক বস্তু ভূপাতিত

সর্বশেষ বস্তুটি 'কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল'

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে রহস্যজনক বস্তু দেখা গেছে। উত্তর আমেরিকার আকাশসীমায় ওড়া অজ্ঞাত বস্তুটি শনিবার (১১ ফেব্রুয়ারি) গুলি করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেছিলেন, সর্বশেষ বস্তুটি ‘কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল’। পরে উত্তর-পশ্চিম কানাডার ইউকনের উপর গুলি করে সেটি ধ্বংস করা হয়।

ট্রুডো আরও বলেছেন, কানাডিয়ান এবং মার্কিন বিমানর যৌথ প্রচেষ্টায় বস্তুটিকে খুঁজে বের করা হয়। পরে মার্কিন এফ-২২ যুদ্ধবিমানের সাহায্যে এটি ধ্বংস করা হয়।

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিত করার দাবি করে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারও আলাস্কা অঙ্গরাজ্যের অনেক উঁচুতে উড়তে থাকা একটি ছোট গাড়ির আকৃতির বস্তুকে ধ্বংস করা হয়।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচন করে বস্তুটি ভূপাতিত করার আদেশ দেওয়া হয় বলে জানান ট্রুডো।
টুইটারে তিনি লিখেছেন, ‘কানাডিয়ান বাহিনী এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে।’

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ অজ্ঞাত বস্তুটি মধ্য ইউকনের প্রায় ৪০ হাজার ফুট (১২ হাজার মিটার) উপর দিয়ে উড়তে দেখা যায়। শনিবার স্থানীয় সময় দুপুরে বস্তুটি গুলি করে নামানো হয়।