ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোন শহরের কাছে সাগরের সৈকত থেকে তাদের উদ্ধার করা হয়

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি জাহাজ ডুবে নবজাতক শিশুসহ অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন। দেশটির উপকূলরক্ষী ও পুলিশ সূত্রে এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইতালির ফায়ার সার্ভিস টুইটারে লিখেছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় ক্রোটোন শহরের কাছে সাগরের সৈকত থেকে ২৮ জনের লাশ উদ্ধার করা হয়। পরে অন্যদের মরদেহ সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

অভিবাসনপ্রত্যাশী ১২০ জনের বেশি যাত্রী বহনকারি জাহাজটি মাঝ সমুদ্রে পাথরের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হওয়ার কথা জানিয়ে প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে বলেছেন, সসুদ্র থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অসুস্থ ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে কুট্রোর মেয়র আন্তোনিও সেরাসো সাংবাদিকদের জানিয়েছেন,সাগর থেকে লাশ ভেসে আসার এমন ঘটনা কখনই কাম্য নয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রোববার ভোরে স্থানীয় জেলেরা প্রথমে জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্রে ভাসতে দেখে। আপনি উপকূলের ২০০-৩০০ মিটারের মধ্যে জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, অথচ কিছু করতে পারছেন না বলে জানান সেরাসো।

সংবাদ সংস্থা রাই নিউজ জানিয়েছে, সমুদ্রে জাহাজটি দুই টুকরো হয়ে গেছে। অভিবাসনপ্রত্যাশীদের সাহায্য চাওয়ার সময় ছিল না। ধারণা করা হচ্ছে জাহাজটি তুরস্ক যাত্রা শুরু করেছে। তাদের অধিকাংশই ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।

উদ্ধার অভিযানে ইতালীয় কোস্টগার্ড, দমকলকর্মী, পুলিশ এবং রেডক্রস উদ্ধারকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *