অভিযাত্রা ডেস্ক: আগেই আন্তর্জাতিক ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন। বাকি ছিল টি-টোয়েন্টি। এবার সেই ফরম্যাটকেও বিদায় জানিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানা গেছে। দেশটিকে একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক অবশ্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ছাড়ছেন না এখনই। আরও কয়েক মৌসুম দেখা যাবে বিগ ব্যাশ ও অন্য লিগগুলোতে।
ঘরের মাটিতে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ফিঞ্চের বিদায়মঞ্চ হিসেবে দেখেছিলেন অনেকে। তখন তিনি জানিয়েছিলেন বিগব্যাশের পরবর্তী মৌসুমে নিজের পারফরমেন্সের ওপর ভিত্তি করে ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নেবেন। শুরুতে এবারের বিগব্যাশে তেমন হাসেনি ফিঞ্চের ব্যাট। তবে পরে ৩৮ দশমিক ৯০ গড়ে ৪২৮ রান করেন। যা আসরের চতুর্থ সর্বোচ্চ।
১০০-র বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা একমাত্র অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ। ১০৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৩ হাজার ১২০ রান। গড় ৩৪ দশমিক ২৮। স্ট্রাইক রেট ১৪২ দশমিক ৫৩। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১৭২ রান করেন ফিঞ্চ।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয় ফিঞ্চের সেরা অর্জনগুলোর একটি। এ ফরম্যাটে ১৪৬ ম্যাচের ১৪২ ইনিংসে ৫ হাজার ৪০৬ রান করেছেন তিনি। গড় ৩৮ দশমিক ৮৯। ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরিও রয়েছে। সর্বোচ্চ ১৫৩ নটআউট।
এ ছাড়া পাঁচ টেস্টের দশ ইনিংসে ২৭৮ রান করেছেন ফিঞ্চ। গড় ২৭ দশমিক ৮০। সর্বোচ্চ ৬২ রান।
ও/এসএ/