রিজার্ভ সংকট নিরসনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয় বাংলাদেশে। অবশেষে নানা চরাই উতরাই পেরিয়ে ঋণের প্রথম কিস্তি পেল ঢাকা। বাংলাদেশের অ্যাকাউন্টে অর্থ জমা হয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেয়েছি। ইতিমধ্যে অ্যাকাউন্টে অর্থ জমা হয়েছে। সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে।
এর আগে গেল ৩১ জানুয়ারি বহু প্রত্যাশিত ৪৭০ কোটি ডলার ঋণের প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। বাংলাদেশকে এই ঋণ ৪২ মাসে দেবে সংস্থাটি।
প্রসঙ্গত গত বছরের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। শেষমেশ তা বাস্তবে ধরা দিল। যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ।