ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোঃ রোস্তম আলী সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর দিপু, প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনি, কাওয়াখোলা ইউপি চেয়ারম্যান মোঃ আলীম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ উপস্থিত ছিলেন।
আইআর /