জাহাঙ্গীর আলম মানিক, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের খাস জমিতে ৩১ টি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার সময় এবং উক্ত স্থানে আরো ১৫ টি দোকান আগামী ১৭ জানুয়ারির মধ্যে অপসরণ করা হবে বলে জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এ সময় তিনি বলেন আজ প্রায় ১ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এবং পরবর্তিতে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসার রফিকুল ইসলাম, পেশকার জিহন আলী, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি এমদাদুল হক, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এসআই আতিকুল রহমান জুয়েল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন।
/এসিএন