নতুন বছরকে বরণ করতে বিশেষ ডুডল প্রকাশ করে টেক জায়ান্ট গুগল। বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। নতুন বছরের শুরুর দিনও এর ব্যক্তিক্রম হয়নি। এদিন বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।
রাত ১২টার পর থেকে গুগল সার্চে এ বিশেষ ডুডল দেখা যাচ্ছে। এর জন্য শুধু একবার ঢুঁ মারতে হবে গুগলের সার্চ ইঞ্জিনে।
এবার একটি পুরানো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে গুগল, যাতে ২০২১ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে নিউ ইয়ার্স ইভ’র একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝড়ে পড়ছে অজস্র রংবেরঙের কাগজ কুঁচি।
একইসঙ্গে বিশ্বাসী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিতে দেখা গেছে গুগলকে।
-এমজে