অভিযাত্রা ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সাথে তিন চাকার নসিমনের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। এদের অবস্থা গুরুতর।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সকলেই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
শৈলকুপা (সার্কেলের) সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে আলমসাধু (নসিমন) যোগে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। গুরুতর আহত হন চারজন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহত সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায় বলে জানা গেছে।
ও/এসএ/