অভিযাত্রা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গিয়েছেন। একই সময়ে ৮৯০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৮৩৩ জনের প্রাণ কেড়েছে এই মহামারী। মোট আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো ৮৪১ জন রোগী। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জনে দাঁড়িয়েছে।
ও/এসএ/